জিয়াউল হক জিয়া,জেলাপ্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ৮ নম্বর ওয়ার্ডের নানা মিয়াপাড়া থেকে বাজারে যাওয়ার যে ওয়াবদা সড়ক রয়েছে সে সড়কে বিগত ২/৩ পূর্বে ইটসলিং করা হয় কিন্তু দুঃখের বিষয় রাস্তার কাজ দূর্বল হওয়াতে দুইএক বছর যেতে না যেতে রাস্তার ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান-মেম্বার দৃষ্টিপাত না করার কারণে সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের বেহালদশা হয়ে পড়ছে। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের শত শত গাড়ি চলাচলের একমাত্র সড়ক। উক্ত সড়ক বাজার মুখি হওয়াতে ভারুয়াখালীর পূর্ব অঞ্চলের প্রায় মানুষ এই সড়ক দিয়ে যাতায়ত করে থাকে শুধু তা নয় যাতায়াত করে থাকে স্কুল ও মাদ্রাসারগামী শত শত ছাত্র ছাত্রী।
বর্তমানে সড়কের এমন অবস্থা শুধু গাড়ি তো দূরের কথা মানুষ পর্যন্ত হেটে চলাচল করতে পারছে না এমন অবস্থা।ইউনিয়নের জনপ্রতিনিধি ঐ সড়কের প্রতি নজর না দেয়ার কারণে নানা মিয়াপাড়া প্রায় দশ বিশজন মতো অটোরিকশা ও টমটম চালক একত্রিত হয়ে সড়কের নির্মাণ কাজ উদ্যোগ নেয়। যাতায়াতের ব্যাঘাত হওয়াতে এলাকার নানামিয়া পাড়া কিছু যুবসমাজের টমটম ও অটো রিক্সা ড্রাইভার একত্রিত হয়ে শুরু করে দিছে রাস্তা সংস্কার কাজ।
তারা ব্যক্তিগত ভাবে নিজেরা শ্রম দিয়ে রাস্তা থেকে পুরাতন ইট তুলে এবং বাহির থেকে ইট বালি সংগ্রহ করে রাস্তার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে বলে তারা জানানায়। বর্তমানে কোন রকম চলাচলের উপযোগি করে তুলে। তাদের এসব উদ্যোগ দেখে এলাকার সচেতন ময়মুরুব্বি সহ স্কুল -মাদ্রাসামূখী ছাত্রছাত্রীরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং দোয়া কামনা করেন।