ঠাকুরগাঁও সংবাদদাতা :
ঠাকুরগাঁঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেনের মৃত্যুতে স্মরনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে রুহিয়া ডাকবাংলো মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ প্রভাষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রন্জন রায়, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, আমিনুল হক প্রমুখ।
প্রয়াত সাংবাদিক মকবুল হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারন করেন সাংবাদিক মাজহারুল ইসলাম বাদল, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আব্দুল কাদের জিলানী, মৃতের ছেলে আপেল মাহমুদ ও আটোয়ারী প্রেসক্লাব সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
সভায় মকবুল হোসেনের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
পরে রুহিয়া থানা এলাকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে রুহিয়া থানা প্রেসক্লাব, রুহিয়া প্রেসক্লাব, সমন্বিত রুহিয়া থানা প্রেসক্লাব, রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাব ও আরজেএফসহ ৫টি কমিটি বিলুপ্ত ঘোষনা করে সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লবকে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক জাহাংগীর আলম, মজহারুল ইসলাম বাদল, আব্দুল কাদের জিলানী, আল ফয়সাল অনিক ও আনোয়ার হোসেন।
আগামী একমাসের মধ্যে রুহিয়া থানা এলাকায় কর্মরত সকল সংবাদপত্র কর্মীদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হবে। সেই সাথে প্রেসক্লাবের গঠনতন্ত বই আকারে প্রকাশ করা হবে।