আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় একই পরিবারের মা ও দুই ছেলেসহ আরও তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন তিন জন আক্রান্ত নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তন সংখ্যা দাড়িয়েছে ৬৯জন, সুস্থ্য হয়েছেন ৬১জন, মারা গেছেন ৪জন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন শুক্রবার রাতে জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষায় তিন জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
আক্রান্তরা হলেন গৈলার কালুপাড়া গ্রামের এক নারী বাসিন্দা(৪০) ও তার দুই ছেল (২২) এবং (২০)। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন। এদিকে একই দিন নয় জনের শরীরে করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি।