শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে ট্রায়ালের অনুমতি পেল চীনের ভ্যাকসিন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস প্রতিরোধে দেশে ভ্যাকসিন ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের কম্পানি সিনোভ্যাক বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে আইসিডিডিআরবির মাধ্যমে যে আবেদন করেছিল, সেটির কার্যকারিতা নিয়ে নানা বিশ্লেষণ শেষে অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া ভারতসহ অন্য কোনো দেশ ভ্যাকসিন ট্রায়ালে আগ্রহ দেখালে সরকার তার কার্যকারিতা যাচাই করে অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও আন্তরিক থাকবে। যত দ্রুত ভ্যাকসিন ট্রায়াল সম্পন্ন হবে তত দ্রুত দেশ ভ্যাকসিন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ভ্যাকসিন ট্রায়াল ও তার অগ্রগতিসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী জানান, চীনের কম্পানিটি কয়েক মাস ধরেই আইসিডিডিআরবির মাধ্যমে ট্রায়ালের ব্যাপারে অনুরোধ করে আসছিল।

 

সরকার তাদের ভ্যাকসিনের ব্যাপারে সব ধরনের যাচাই-বাছাই করেছে। কম্পানিটি এরই মধ্যে ইন্দোনেশিয়ায় ট্রায়াল শুরু করেছে। তুরস্কসহ বেশ কিছু দেশে ট্রায়াল শুরুর পর্যায়ে রয়েছে। বাংলাদেশকে তারা পছন্দের শীর্ষে রেখেছে শুরু থেকেই। বাংলাদেশ এই ট্রায়ালে অংশ নিলে এক লাখ পিস টিকাসামগ্রী বিনা মূল্যে পাওয়ার পাশাপাশি আরো প্রয়োজনীয়সংখ্যক ভ্যাকসিন কিনতে অগ্রাধিকার পাবে বলে সরকার মনে করছে। তা ছাড়া চীন সরকারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দৃঢ়। সব কিছু বিবেচনা করেই ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের আটটি কম্পানি ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্য কম্পানিগুলোও বাংলাদেশে ট্রায়ালের আগ্রহ দেখালে তা বিবেচনা করা হবে। ভ্যাকসিন কেনার ক্ষেত্রে মন্ত্রী বলেন, বাংলাদেশে মাথাপিছু আয়ের অনুপাতে কিছু ভ্যাকসিন বিনা মূল্যে পাবে।

 

তবে সরকার কেবল বিনা মূল্যে ভ্যাকসিন পেতেই বসে থাকবে না। সরকার ভ্যাকসিন কেনার ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে থাকবে না। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরীন, আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. ফিরদৌসি কাদেরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভিডিও লিংকের মাধ্যমে এই সভায় অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।