স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগরীর মিস্ত্রীপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে লামিয়া (১৫) নামের এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে। লামিয়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেনের মেয়ে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুমেক হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।