রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির এর বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ ও দক্ষিন আউরাবাসী মানববন্ধন করেছে। উপজেলা সদরের বাইপাস মোড় সড়কে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো, মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দারের সভাপত্বি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মো. এনায়েত হোসেন খসরু, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মনির হোসেন খান,
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম পঞ্চায়েত, সদর ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন মাসুম, মো. মিতু পঞ্চায়েত প্রমুখ। বক্তারা উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির এর বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুয় অংশ নেয়।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির এ মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে জানান। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।