মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আজ বৃহস্পতি বার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অভয়নগর উপজেলা কার্যালয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান অভয়নগর উপজেলার উদ্যোগে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস ও প্রয়ত মুক্তিযোদ্ধা অভয়নগর উপজেলার মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার স.ম মোশারফ হোসেনের আত্নার মাগফিরাত ও দোয়া অনুষ্ঠানে অভয়নগর মুক্তি যোদ্ধা সংসদের আহ্বায়ক আলী আহম্মদ খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমুল হুসাইন খাঁন, অভয়নগর উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সি,বি,এ নেতা নজরুল ইসলাম ফারাজী, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, অধির কুমার পাড়ে, ইনতাজ আলী মোড়ল, ইউনিট কমান্ডার আকরাম আলী।
অনুষ্ঠান পরিচালনা বাস্তবায়ন কমিটির পক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান অভয়নগর উপজেলার অন্যতম সদস্য শাহ্ মুকিদ জিলানী, কামরুজ্জামান কুদ্দুস, আলাউদ্দিন বিশ্বাস, বাবু ফকির, তানভিন আহম্মেদ (তপু), রেজয়ান মোল্যা, মোজ্জাম্মেল, সোহাগ, সাদ্দাম সহ অন্যান্নরা এ সময় উপস্হিত বক্তারা মুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম মোশারফ এর জীবনী সহ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। পরে মওলানা হাফেজ আবু তাহেরের নেতৃত্বে এক দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ায় স.ম মোশারফ সহ সকল মুক্তিযোদ্ধার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্হিত সকল সহ অসহায় হত দরিদ্রের মাঝে রান্না করা খাদ্য বিতরন করা হয়।