সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ এর একটি অপারেশন দল শহরের মল্লিকহাটি মহল্লায় অভিযান চালিয়ে ১৭ জন মাদক সেবীকে গ্রেফতার ও ১০ গ্রাম গাজা, ১গ্রাম হেরোইন ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার তেরাইল গ্রামের ইমরুল কায়েস (২৫), চৌধুরী বড়গাছা এলাকার মোঃ মোকছেদ ,আলহাত @ বাবু ।
বনবেলঘড়িয়ার মোঃ সাগর (২৬), হুগোলবাড়িয়া এলাকার কালু (৩৩ ভাটোদারা এলাকার মনজু খামারু (৩২) একডালা কালুর মোড়ের মোঃ আনোয়ার (২৮মোঃ সাত্তার ,মোঃ খোরশেদ আলম চকতোবাড়িয়ার মোঃ উজ্জল (২৬), উত্তর চৌকিরপাড় এলাকার মোঃ বাবু প্রামানিক (৩০), মিঠুন সরকার, , বড়গাছা পালপাড়া বিপুল রায় (৩৪), উত্তর পটুয়াপাড়া ঝাউতলা এলাকার মোঃ জসিম (৩২), নারায়নকান্দি নবীনগর গ্রামের ,
মোঃ বিপ্লব (২৫), একডালা কালুর পুকুর পাড় এলাকার মোঃ আরমান হোসেন (২২) এবং বনবেলঘরিয়া বাইপাস মোড়ের মোঃ রিপন (২৭), মাদকসেবনের সামগ্রী সহ হাতে নাতে আটক করে। এসময় ১০ গ্রাম গাজা ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয় এ ঘটনায় নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।