শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ২৫ দিনে ৯ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

মো:আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় চলতি মাসের গত ২৬ দিনে করোনাভাইরাস পরীক্ষায় ফলাফলে ৯ জনের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ উপজেলায় মোট ৩৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮ জন। করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জানান, আগস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত এ উপজেলা থেকে করোনাভাইরাসের নমুনা টেস্টের প্রাপ্ত ফলাফলের তালিকায় নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ৪ জন, ভাঙ্গুড়া পৌর সদরে মাস্টার পাড়ায় ১ জন ও কুমরাডাঙ্গায় ১ জন, ভাঙ্গুড়া ইউনিয়নের দড়িপাড়ায় ১ জন,পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটায় ১ জন, ও অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলায় ১জন।

 

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আইসোলেশন ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় আছেন ও বাকী ৮ জন হোমকোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র আরও জানায়,গত জুলাই মাসে ৭৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের দেহ করোনাভাইরাস সনাক্ত হয়েছিল। অপরদিকে চলতি মাসে ২৬ তারিখ পর্যন্ত ৫৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের করোনাভাইরাস সনাক্ত পাওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।