সম্রাট যশোর থেকেঃ
গত ২৪ তারিখে খুলনা জাহান আলী এলাকার স্বামী মামুন বেপারীর অস্থায়ী বাড়ি থেকে স্ত্রী নাসরিন আক্তার টুকটুকিকে সহ দামি গহনা নগদ প্রায় ১০/১২ হাজার টাকা নিয়ে শ্বশুর শ্বাশুড়ি চম্পট দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, সংসারে সামান্য কথা-কাটাকাটির ফলে অভিমানের এক সুযোগে শ্বশুর শ্বাশুড়ি বেড়াতে আসার নামে নগদ অর্থ ও গহনা সহ মেয়ে নাসরিন আক্তার টুকটুকি কে নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটেছে।
চম্পট দেওয়ার পূর্বে স্বামী মামুন বেপারীকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে জানাগেছে। এদিকে আতংকে থাকা মামুন স্থানীয় খানজাহান আলী থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে যে, স্ত্রীর সৎ-বাবা রহমান মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বর্তমানে ভুক্তভোগী স্বামী প্রশাসনিক সহযোগিতা পেতে দ্বারে দ্বারে ধন্যা ধরছেন এই সাংসরীক সমস্যার সমাধানের। এহেন অবস্থা উর্বধন কতৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন মামুন।