গত ১৭ আগষ্ট ২০২০ ইং তারিখে জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক, অনলাইন টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ৪০ বছর পুর্বের ক্রয়কৃত ভুমি যাহা বড়পাঙ্গাসী ইউনিয়নের চকখাদুলী মৌজার আর,এস- ১৪১/১৪২ খতিয়ানের ৫টি দাগে ১ একর ৯৩ শতাংশ ভুমি নিয়ে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্যের আলোকে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা, ১৯৮১ সালে ৪৩২৫ ও ৪৩২৬ নং দলিল মুলে ৪০ বছর পুর্বে আমার পিতা মরহুম হারান উদ্দিন জমির প্রকৃত মালিকের নিকট থেকে ১ একর ৯৩ শতাংশ ভুমি বাজার মুল্যে ক্রয় করেন।
উক্ত জমি সেই সময় থেকেই আমার পিতা ও বর্তমানে আমরা ভোগ দখল করে আসছি। আমাদের পার্শ্ববর্তী বড়পাঙ্গাসীর গ্রামের ভুমি দস্যু হিসেবে এলাকায় পরিচিত গোলাম মোস্তফা নামের জনৈক ব্যাত্তি ১৯৯৪ সালে একটি ভুয়া দলিল মুলে আমাদের ক্রয়কৃত সম্পতির দাবি করে আসছেন। এ বিষয়ে উচ্চ আদালতে একটি মামলাও রয়েছে। তার মিথ্যা তথ্যের আলোকে প্রকাশিত সংবাদে আমাদেরকে সন্ত্রাসী উপাদি দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদের পরিবারের সদস্যদের সামাজিক ও পারিবারিক ভাবমুর্তি নষ্ট করার হেন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি। কুচক্রি এই ষড়যন্ত্রকারীর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ শাহাদত হোসেন
পিতা মৃত হারান উদ্দিন
সাং চকখাদুলী
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।