মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন উল্লাপাড়া শহর অংশ (এন-৫২০) জাতীয় মহাসড়কটি কাওয়াক মোড় হতে শুরু হয়ে উল্লাপাড়া উপজেলা শহরের মধ্যে দিয়ে অতিμম করে শ্রীকোলা মোড়ে গিয়ে শেষ হয়েছে। সড়কটির দৈর্ঘ্য ২.৬০১ কিঃমিঃ। সড়কটি প্রশস্থতা কম হওয়ায় প্রায়শই যানজটের সৃষ্টি হয় এবং সড়ক দূর্ঘটনা ঘটে। ৬৫-সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের একান্ত প্রচেষ্টায় সড়কটি প্রশস্থকরন তথা ৪-লেন উনড়বীতকরনের জন্য উনড়বয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রনয়ন করা হচ্ছে।
সওজ এর ম্যাপে সড়কটির অবস্থান চিহিৃত করার প্রস্তাব প্রদান করা হয়েছে। ইতোমধ্যেই সরকারী উনড়বয়ন মূলক কাজের স্বার্থে সড়ক প্রশস্থকরনের জন্য সড়কের পার্শ্বস্থ তার দপ্তরের অধীনে পৌরসভার পানির লাইন/সড়ক বাতি (যদি থাকে) তবে তা অপসারন/স্থানান্তর জন্য উল্লাপাড়া পৌরসভাকে লিখিত ভাবে অনুরোধ জানানো হয়েছে মর্মে নির্বাহী প্রকৌশলী (সওজ) এর কার্যালয় সড়ক বিভাগ সিরাজগঞ্জের স্বারক নংনিঃপ্রঃ/সিসবি/১৪৮৮(৪), তারিখঃ ১৯-০৭-২০২০ইং সূত্রে জানা যায়।
উল্লেখ্য এই সড়কটি প্রসস্থ করন হলে জনসাধারনের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। যাতায়াত ও যোগাযোগের জন্য অত্যান্ত সুগম পথ হবে এবং সড়কটি দৃষ্টিনন্দন হবে যা উল্লাপাড়া পৌরসহরের শোভাবর্ধনে বিশেষ ভূমিকা রাখবে। মাননীয় এম.পি তানভীর ইমাম জনগনের ভোগান্তি দূর করার লক্ষে একান্ত প্রচেষ্টার মাধ্যমে মহাসড়কটি ৪-লেন করার প্রকল্প প্রস্তাব প্রনয়ন করার কারনে জনসাধারনের মাঝে আনন্দ বিরাজ করছে। মহাসড়কটি প্রসস্থকরণ হলে একদিকে যেমন যানজটের সমস্যা সমাধান হবে অন্যদিকে হৃাস পারে দৈনন্দীন সড়ক দূর্ঘটনা। এম.পি তানভীর ইমামের এমন উনড়বয়নমূলক পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন উল্লাপাড়া-সলঙ্গার আপামর জনসাধারণ ।