শাহিনুর ইসলাম রাজশাহী কলেজ প্রতিনিধি:
ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন-ডিবিওয়াইও’র উদ্যোগে লকডাউনের মধ্যে অনলাইনে আয়োজিত ‘ঘরে থেকেই হোক সৃজনশীলতার বিকাশ’ গল্প, কবিতা/ছড়া, চিঠি ৩টি বিভাগে আয়োজন করা হয় সৃজনশীল লেখালেখি প্রতিযোগিতা-২০২০
www.facebook.com/DBYO.BD [১] ফেসবুক পেইজ বিজ্ঞপ্তিতে ২৫ আগস্ট (মঙ্গলবার) প্রতিযোগিতার ফলাফল ঘোষনা হয়।
গল্প, কবিতা/ছড়া, চিঠি ৩টি বিভাগে উন্নুক্ত ভাবে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষাথী, গবেষক, লেখকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
(৩০০-৫০০) শব্দের গল্প থেকে ওই প্রতিযোগিতায় প্রথম হন ‘রাঁধুনী বৌ’ নামক গল্পে চৌদ্দগ্রাম, কুমিল্লা জেলার চিকিৎসক সিরাজুম মুনীরা কায়ছান, দ্বিতীয় হয়েছেন ফুলবাড়ী নহাটা, মহম্মদপুর, মাগুরা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত শাহীন ‘বিষ ছড়িয়ে পড়ার আগে’ নামক গল্পে এবং তৃতীয় হন ‘উপলব্ধি’ বালুবাগান চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ইব্বান তাবাসসুম।
প্রায় ১২ থেকে ১৬ লাইনের কবিতা/ছড়া ‘নারী’ কবিতা লিখে প্রথম হন ২৩/১ ট্যানারী মোড় ঢাকা থেকে কাশফিয়া নাহিয়ান, ‘অসুরের কারাগার থেকে বলছি’ শিরোনামে কবিতা লিখে দ্বিতীয় হন হবিগঞ্জ সিলেট থেকে ইমরান মিয়া লস্কর এবং তৃতীয় হন ‘পেতেও পারো মাফ’ কবিতা লিখে পাবনা জেলা হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান আজিম।
এছাড়াও চিঠিতে (একক ভাবে বিজয়ী) হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্মানুল জান্নাত নাহিদ।
‘ঘরে থেকেই হোক সৃজনশীলতার বিকাশ’ সংগঠনের সদস্য সচিব সাব্বির আহমেদ এর পরিকল্পনায় আয়োজন করা হয় সৃজনশীল লেখালেখি প্রতিযোগিতা-২০২০। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শাহিনুর ইসলাম জানান, পুরস্কার হিসেবে বিজয়ীদের বই, ডায়েরি, বল পেন, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।