মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪৬০ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৫আগস্ট) বিকেলে গোগা ক্যাম্পের বিজিবি জোয়ানরা এ ইলিশ মাছ গুলো সীমান্ত থেকে আটক করে। পাচারকারীরা বিজিবির উপস্তিত টের পেয়ে পালিয়ে যায়। ২১ বিজিবি গোগা ক্যাম্প থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি কর্তৃপক্ষ জানান।আটকৃত মাছ গুলো গোগা এতিম খানায় দেওয়া হয়েছে।