শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ব্র্র্যাকের দুগ্ধ খামারিদের মধ্যে গো-খাদ্য ও ওষুধ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার ৬শত ৮৩জন দুগ্ধ খামারিদের মধ্যে বিনামূল্যে প্রায় ৫৪ মেট্রিক টন গো-খাদ্য ও কৃমিনাশক ওষুধ বিতরণ করেছে ব্র্যাক ডেইরি ফুড এন্ড প্রজেক্ট। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্র্যাকের শাহজাদপুর অঞ্চলের অন্তর্গত ভাঙ্গুড়া উপজেলার জগাতলা ব্রাক চিলিং সেন্টারে এ সব বিতরণ করা হয়।

ব্র্যাক মিল্ককালেকশন ম্যানেজার ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা পারভীন পাখি। এ সময় জেলা সমনায়ক আরিফুর রহমান,লাইভস্টক সার্ভিস ডিপুটি ম্যানেজার ডাঃ রিপন মিয়া,ভাটেনারী সার্জন ডাঃ মাহবুব হাসান,ডাঃ আমিনুল ইসলাম,ডাঃ একরাম আলী,ভাঙ্গুড়া এলাকার ব্যবস্থাপক মাহবুবুর রহমান,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন প্রমুখ।

ভাঙ্গুড়া এলাকার ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, উপজেলার মোট ৩২টি চিলিং সেন্টারের আওতায় ২ হাজার ৬শত ৮৩ জন দুগ্ধ খামারির প্রায় ৭.৫ হাজার গাভীর ১৮৯.৫৫ টন খাবারসহ প্রায় ১৫ হাজার বাছুর,ষাঢ় ও বকনার কৃমিনাশক প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।