টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ২টায় পাকুটিয়া ইউনিয়নের আগতাড়াইল গ্রামের জানে আলম জানুর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ হারুন, মোকনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, পাকুটিয়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. মানিক মিয়া পলাশ, সহ-সভাপতি মো. তানভির আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জানে আলম (জানু) প্রমূখ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাকুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুফতী মো. শফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন।