নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্ট–২০২৬ খ্রিস্টাব্দের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) রাত্রে কলেজপাড়া ঈদগাহ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস সালাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শরীর ও মন—দুটোকেই সুস্থ রাখে। তিনি এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুয়াজানী কলেজপাড়া ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম. এ. মান্নান। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর বাজার মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মো. স্বাধীন, নাগরপুর বাজার বণিক সমিতির সদস্য মো. ইব্রাহিম, ক্রীড়া সংগঠক মো. রিপন, মো.খালিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতামূলক মনোভাব।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।