রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
বান্দরবানের লানার আজিজনগরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি’র সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১’ই জানুয়ারী (শনিবার) সকাল ১০ঘটিকার সময় আজিজনগর সাংগঠনিক থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
কৃষকদলের সদস্য সচিব মোঃ জুবাইরুল ইসলাম এর সঞ্চালনায় ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি। এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু, সদস্য আবু তাদের, জেলা যুবদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাছুল,সম্পাদক আরিফুল হক চৌধুরী,আজিজনগরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেনসহ অন্যান্যরা নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী বলেন,আপনারা কয়েকটা দিন কষ্ট করে বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানকে এ আসনটি তুলে দিন,আগামী পাঁচ বছর আপানদের সকল দাবিদাওয়া পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরি বলেন, যদি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে পরিবারের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে।খেলাধুলার উন্নতির জন্য তরুণদের সাথে নিয়ে কাজ করারও আশ্বস্ত করেন এ প্রার্থী। তিনও আরও বলেন,সকল সম্প্রদায়ের মানুষদের সাথে সম্প্রীতির বান্দরবান ও আজিজনগর গঠন হবে।
শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে কাজ করা হবে। আপনারা ১২তারিখ ভোট দিন,আমরা ৫বছর আপনাদের কাছে দায়বদ্ধ থাকব। বিশ্বনবী যেভাবে মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের সকলের মধ্যেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, এখানেও সবাই শান্তিতে থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।