রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে  সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১জানুয়ারি) জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টায় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. খোদাদাদ হোসেন । প্রশিক্ষণে প্রধান অতিথি ও ভার্চুয়ালি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, ভোট গ্রহণের প্রস্তুতিমূলক কাজ, ধাপে ধাপে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ, ভোট গণনা, ফলাফল প্রণয়ন ও প্রেরণসহ দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার কৌশল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিতকরণ এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়েও অংশগ্রহণকারি কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনকে আরও সহজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল বাতেন, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মোঃ সেলিম হোসেন, রায়গঞ্জ উপজেলা  সহকারি নির্বাচন অফিসার মোছাঃ আয়েশা সিদ্দিকা প্রমুখ।   এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার-৪৫, সহকারী প্রিসাইডিং অফিসার- ২৪৪, ও পোলিং অফিসার-৪৮৭ সর্বমোট- ৭৮৬ জন ভোট গ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।