সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘বৈচিত্র্যময় সিলেট’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর। গত ১ জানুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রিকাটিতে যোগদান করেন এবং শুক্রবার (৩০ জানুয়ারি) কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
হাফিজুল ইসলাম লস্কর দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যের সাথে জড়িত। তিনি ইতিপূর্বে দৈনিক দিনপ্রতিদিন, দৈনিক সবুজ বাংলা, দৈনিক স্বাধীন সংবাদ ও বিকাল বার্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে সফলতার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় গণমাধ্যম ‘জনকথা’-র সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা ‘সময়ের আলাপ’-এর সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি হাফিজুল ইসলাম লস্কর একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। তিনি সিলেটের ঐতিহ্যবাহী রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা থেকে ২০০৯ সালে তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। পরবর্তীতে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে বিএসএস এবং ২০২৪ সালে সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ডিইউএমএস ডিগ্রি অর্জন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর হাফিজুল ইসলাম লস্কর বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জনগণের কাছে সত্য ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব। আমি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ থাকব। আমার এই পেশাগত যাত্রায় সহকর্মী সাংবাদিক, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
তাঁর এই নতুন নিয়োগে সিলেটের সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, তাঁর অভিজ্ঞতা ও লেখনীর মাধ্যমে সিলেটের জনমানুষের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে ফুটে উঠবে।