ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনে চৌহালী উপজেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে ঐতিহাসিক জনসভায় জনতার ঢল।
দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর (অবঃ) মঞ্জুর কাদের (সাবেক মন্ত্রী)। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আলী আলম। গতকাল শনিবার বিকেলে সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়েত ইসলামি আমির,
মাওঃ আবু সাঈদ মোঃ ছালেহ্ সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম সোহেল আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ)মোঃ আব্দুল আজিজ সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা, জাতীয় নাগরিক পার্টি, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক মোঃ ইউনুস আলী সিকদার, ডাঃ মাওঃ সেলিম রেজা,অধ্যাপক নূর-উন-নবী সরকার, হাফেজ মাওঃ শাহীন মোল্লা প্রমুখ।