পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৯জানুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ঋতুরাজ বসন্তের আগমনে ফুলের হাওয়া আর মিঠে রোদের এক অপূর্ব সন্ধিক্ষণের মধ্য দিয়ে উক্ত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফতাব হোসেন।
প্রধান ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক (শরীর চর্চা) জাহিদুল ইসলাম, ধারা বর্ননায় ছিলেন সহকারী শিক্ষক মাহফুজা খনন।
উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নাজমুল হক, সহকারী অধ্যাপক এমএ হুসাইন পান্না, প্রধান শিক্ষক বাকী বিল্লাহ, দাতা পরিবারের সদস্য আফতাব আলী, চাঁদ আলী সরকার, মোকাব্বর হোসেন প্রা১, আবুল কালাম সহ এলাকার সুধীজন।