শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও কর্মপরিকল্পনাসমুহ সভায় উপস্থাপন করেন। কমিটির সদস্যরা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘন করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর সম্ভাবনা, চাঁদাবাজি প্রতিরোধ করা, পশু জবাই বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের করণীয়,জ্বালানী তেলের দোকানের বৈধতা যাঁচাই, ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ,নিপা ভাইরাসে সতর্কতা অবলম্বনসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর জানান,সম্প্রতি প্রতিবেশী দেশে নিপা ভাইসের সংক্রমন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশেও নিপা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। নিপা ভাইরাস একটি মরণব্যাধি ভাইরাস। এ ভাইরাস বাদুর থেকে ছড়ায়। তাই বড়ই, পেয়ারা, খেজুরের রস থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি আরো বলেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭জন চিকিৎসকের মধ্যে রয়েছে মাত্র ৫জন। অন্যান্য জনবল সংকটের কারণে ইউনিয়ন পর্যায়ের চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। চিকিৎসক না থাকায় প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীদেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কিছুদিনের মধ্যে নতুন চিকিৎসক পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক পোস্টিং হলেই বন্ধ থাকা চিকিৎসা কেন্দ্রগুলো চালু করা সম্ভব হবে। এছাড়াও নিজ নিজ দপ্তর সম্পর্কে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই মোঃ আলাউদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কমান্ডার নায়েক সুবেদার মোঃ হেলাল উদ্দীন ও গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী পল্লী বিদ্যুৎ অফিসের ইনস্পেক্টর মোঃ ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, মোজাক্করিুল আলম, আবু জাহেদ, আবু তাহের মোঃ দুলাল, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং প্রতিনিধিগণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ও গণভোট ২০২৬ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামান দেবী।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।