পাবনার আটঘরিয়ার পুস্তিগাছা বাজার সংলগ্ন পাকা রাস্তা দখল করে দীর্ঘ দিন ধরে ইটের রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে ইট ব্যবসায়ী রজব আলীর বিরুদ্ধে।
এবিষয়ে এলাকার বাসী পথচারী ও যানবাহন চালকেরা বারংবার বাঁধা দিলে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
সরজমিন ঘুরে দেখা গেছে, দেবোত্তর-একদন্ত সড়কের পুস্তিগাছা বাজার সংলগ্ন বিশিষ্ট ইট ব্যবসায়ী রজব আলী দীর্ঘদিন পাকা রাস্তার উপর গাঁদি করে ইট রেখে জমজমাট ভাবে ইটের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এই সড়ক দিয়ে চলাচলরত ভ্যান চালকরা এ প্রতিবেদনকে বলেন, ইট ব্যবসায়ী রজব দীর্ঘদিন রাস্তা দখল করে ইট রেখে ব্যবসা করছে। এতে অনেক সময় দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনায় আবার পঙ্গুত্ব পর্যন্ত হারাচ্ছে।
পথচারী বাবলু, করিম, খোকন,সোহেল রানা,আকবর সহ অনেকেই জানান, রাস্তা দখল করে ইট রাখার কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। যার কারনে ূদূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাকে নিষেধ করলে সে কোন কর্ণপাত করছে না। আমরা সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুস্তিগাছা বাজার বনিক সমিতির সভাপতি/সম্পাদক জানান, আমরা বাজার বনিক সমিতির পক্ষ থেকে তাকে নিষেধ করা হয়েছে। তার পরও সে বহাল তবিয়তে রাস্তার উপর ইট গাঁদি করে ব্যবসা করছে। ইট রাখার কারণে মাঝে মধ্যেই দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারী।
স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা জানান, রাস্তার উপর লাইন করে ইট সাজিয়ে রাখা উচিত না। কারন যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টি স্থানীয় প্রশাসন সুদৃষ্টি কামনা করছি। এবং দ্রুত রাস্তার উপর থেকে ইট সড়িয়ে নেয়ার অনুরোধ জানান।