বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫টি অবৈধ ইটভাটায় ১০(দশ লক্ষ) টাকা অর্থদণ্ড করেছে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।
২৮ জানুয়ারি (বুধবার)লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফাইতং ইউনিয়নের MHB ব্রিকস, FAC ব্রিকস, SBW ব্রিকস, 3BM ব্রিকস ও MMB ব্রিকস নামক ৫টি অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান-এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
উক্ত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)ও (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ (দুই) লক্ষ টাকা করে মোট ১০(দশ লক্ষ) টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা উপজেলা প্রশাসন, ফাইতং পুলিশ ফাঁড়ির, উপজেলা আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৬ অনুযায়ী ৫টি ইটভাটায় মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।