সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে রেহাই পুকুরিয়া আর,পি,এন, শহীদ, শাহজাহান, কবির উচ্চ বিদ্যালয়ে ৫২তম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার(২৮ জানুয়ারি) সকালে আর পি এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মো, রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আঃ বাতেন মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেহাই পুকুরিয়া আদর্শ মহা বিদ্যালয়ের প্রভাষক মো, শামসুল আলম, সহকারী প্রধান শিক্ষক মির্জা মো, সিরাজুল আলম, সহকারী শিক্ষক মোছাঃ আরিফা আক্তার, ম্যাডাম বিলকিস আক্তার, বাংলা মেডাম ফারজানা আক্তার স্মৃতি, মো, সাখাওয়াত মিয়া, সহকারী শিক্ষক মো, শামীম, তানজুমারা সাথী, হারুউর রশিদ, আবুল বাশার, আঃ মালেক বিএসসি, শওকত আলী বিএসসি, ডি এম সাহিদুল রহমান, আঃ আলিম, মো, বিদ্যুৎ তালুকদার, মির্জা মাও মো, সাইফুল ইসলাম, দেওয়ান লুৎফর রহমান, মো, মশিউর রহমান মোল্লা, মির্জা আওয়াল, সহকারী শিক্ষক মিজানুর রহমান চৌধুরী মুকুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।