ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয় করার লক্ষ্যে উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নাগরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে নাগরপুর বাজারে থেকে একটি বিশাল মিছিল বের করে । মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে নাগরপুর সরকারি কলেজ গেইটে মিছিলটি শেষ হয়। বিএনপি নেতা গোলাম বলেন, আমাকে দীর্ঘদিন দলের বাহিয়ে রাখা হয়েছিল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু ভাই আমার বহিষ্কার আদেশ তুলে দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানায়। সে আমার নেতা আমার দলের নেতা। তিনি আরো বলেন রবিউল আউয়াল লাভলু নাগরপুর দেলদুয়ার থেকে বিপুল ভোটে বিজয়ী হবে।
উল্লেখ্য :- গোলাম মোস্তফা গোলাম দীর্ঘ দিন দলের বাহিয়ে ছিলেন। তাকে দল বহিষ্কার করা হয়েছিলো। গত মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এসময় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।