বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুকজনিত সহিংসতা ও প্রকাশ্যে যৌন হয়রানী। লিঙ্গভিত্তিক ওই সহিংসতা সংক্রান্ত গবেষণা ও কার্যক্রমের ফলাফল তুলে ধরতে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি ও সহসভাপতি আলী আক্কাছ, উপজেলা ফ্যাসিলেটর আলেয়া খাতুন, আফরোজা ইয়াসমিন, সাংবাদিক সেলিম রেজাসহ গণমাধ্যম কর্মীরা।

বক্তারা নারী নেতৃত্বের বিকাশ, নারী-পুরুষের সমতা, লিঙ্গ ভিত্তিক সহিংসতার অবসান, নারী ও কন্যা শিশুর নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করাসহ মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও নিডা সোসাইটির বাস্তবায়নে গুরুদাসপুরে নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে উপজেলা জেন্ডার সমতা ফোরাম।

প্রেস কনফারেন্সে বলা হয়- ‘এমপাওয়ারহার প্রকল্পের আওতায় ২০২৫ সালে একটি ইনসেপশন মিটিং ৪২টি মাসিক সভা, ৬টি ওয়ার্কশপ, ৩টি ত্রৈমাসিক সভা, ৬টি পিয়ার লার্নিং সেশন, ৬টি লিগ্যাল এইড মিটিং, ২টি ফ্যাট ফাইন্ডিং ও ৩টি লিটিগেশন সাপোর্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্য বিশিষ্ট একটি করে ইউনিয়ন জেন্ডার সমতা ফোরাম গঠণ করা হয়েছে। সেই সাথে ৪ শতাধিক ভুক্তভোগীকে লিগ্যাল এইডের মাধ্যমে এডিআর মামলা নিস্পত্তি করা হয়েছে।’
স্থানীয় সাংবাদিক মো. আখলাকুজ্জামানের প্রশ্নোত্তরে সভাপতি রোকসানা আক্তার লিপি বলেন- ‘লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসতে হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।