মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ জয়ী হলে সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন নিয়ে বাসাইলে আলোচনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’—যে ফলই জয়ী হোক না কেন, তার আলোকে সংবিধানে কী ধরনের পরিবর্তন ও নতুন সংযোজন আসতে পারে—এ নিয়ে টাঙ্গাইলের বাসাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বাসাইল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আকলিমা বেগম।
আলোচনা সভায় ইউএনও গণভোটের সাংবিধানিক গুরুত্ব, সম্ভাব্য সংশোধনের উদ্দেশ্য, রাষ্ট্র পরিচালনায় এর প্রভাব এবং নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।
ইউএনও মোছাঃ আকলিমা বেগম বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়। ‘হ্যাঁ’ বা ‘না’—উভয় ক্ষেত্রেই সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। তাই এসব বিষয়ে নাগরিকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্ব ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সভাটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।