আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার সময় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রশাসনের উদ্যোগে এই পরিদর্শন ও মহড়া পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং জরুরি করণীয় বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শন ও মহড়ায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা, পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, পাবনা জেলা নির্বাচন অফিসার মো. মোশাররফ হোসেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্রের প্রবেশ ও প্রস্থান পথ, নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ভোটকেন্দ্র ও নির্বাচনী মহড়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬