দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি রোববার সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল প্রমুখ।
এসময় প্রধান ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক ইয়াছিন আলী, ক্রীড়া সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক মাওলানা মো: রজব আলী দেবব্রত পাল,সিরাজুল ইসলাম, শাহীন রেজা,ফাতেমা খাতুন।
ফলাফল সংগ্রহের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ধারা বর্ননায় ছিলেন সহকারী শিক্ষক শামীমা বিশ্বাস সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।