আঁধার নেমেছে যশোর কারায়
স্তব্ধ প্রহরগুলি,
কফিনবন্দি স্বপ্নগুলো
বুকের পাঁজর খুলি।
সাদা কাফনে ঢাকা মা ও শিশু
নেই যে প্রাণের সাড়া,
কারাগারে আজ থমকে গেছে
বিষাদ অশ্রুধারা।
নয়টি মাস যে কাটিয়েছে প্রহর
একটি ছোঁয়ার তরে,
সেই আদরের বুকের ধনটি
কেন নিথর এমন করে?
নিষিদ্ধ নামের তকমা গায়ে
বন্দি যে আজ পিতা,
বুকের ভেতর জ্বলছে কেবল
স্মৃতির দগ্ধ চিতা।
প্রথমবার সন্তানের মুখ দর্শনে
বড়ই নিষ্ঠুর সময়,
জীবন্ত নয়, শীতল দেহ
বুক ফেটে আজ যায়।
কোলে তুলে নিল নিজের রক্ত
নয় মাসের সেই জান,
পাষাণ কারার দেয়াল জুড়ে
বিলাপের আখ্যান।
স্ত্রী ছিল তার সঙ্গী লড়াকু
অভিমানেরই জেরে,
চলে গেল সে জগৎ ছেড়ে
সব মায়া আজ ছিঁড়ে।
একটি ছোঁয়া, একটি দেখা
শেষ বিদায়ে আঁকা,
লোহার শিকল রইল পাহাড়
স্বপ্ন রইল ঢাকা।