রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে শনিবার (২৪ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবী। এ সময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক জানান, আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৪০টি। মোট বুথ সংখ্যা ২২০টি, মোট ভোটার সংখ্যা ১,১২,০২১ জন। এ প্রশিক্ষণে মোট ৭৩৫ জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন । প্রশিক্ষনের শুরুতে শনিবার (২৪ জানুয়ারি) ২৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং রবিবার ( ২৫ জানুয়ারি) ৪২জন প্রিজাইডিং অফিসার ও ৪৬২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ প্রশিক্ষণে উপজেলার ভোট গ্রহণ অফিসারদেরকে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালাটি নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় ইউএনও রিপামনি দেবী বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা মাথায় রেখে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল। তিনি বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদেও নিরাপত্তা দিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।