শুক্রবার , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ওএমএস চাল বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় সরকারি ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের ও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুটি বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রম চলছে।
প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ১০০০ কেজি করে চাল বিক্রি করা হবে। এখানে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে ১৫০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ মানুষের খাদ্যসঙ্কট মোকাবিলা এবং ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খান এবং খাদ্য উপ-পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডিলার প্রবীর চন্দ্র চন্দ ও প্লাবন চন্দ্র চন্দ। চাল নিতে আসা উপকারভোগী ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।