ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে ৪টি দলের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
বুধবার (২১জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম আরা রিনি তাঁর কার্যালয়ে ৩০০নং আসনের চারটি রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন।
প্রতীক বরাদ্ধ প্রাপ্তরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে(বিএনপি) ধানের শীষ প্রতীকের জেলা আহবায়ক সাচিং প্রু জেরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি “হাত পাখা” প্রতীকের মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) “শাপলা কলি “প্রতীকে আবু সাঈদ মোঃ সুজাউদ্দিন প্রতীক বরাদ্ধের সময় উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি (কাদের) লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ অনুষ্টানে উপস্থিত না থাকলে তার পক্ষে দলের নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন।