পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের দুই সদস্য স্বেচ্ছায় তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য মো: শাহিবুল ইসলাম পিপল এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আজিজ।
লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় ও সুস্থ বিবেচনায় তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে তারা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সঙ্গে যুক্ত থেকে পাওয়া সম্মান, সহযোগিতা ও সৌহার্দ্যের জন্য প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে ভাঙ্গুড়া প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি মাহবুব-উল আলম বলেন, চিঠির খাম পেয়েছি একটা কিন্তু সেটার ভিতরে কি আছে এখনো জানিনা খুলে দেখার সময় হয়নি।