ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন টাঙ্গন নদী থেকে অজ্ঞাত (৫৭)এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।২০ জানুয়ারি বিকাল ৬ টার দিকে রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের টাঙ্গন বাঁধ এর পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি আনুমানিক বিকাল ৫ টার সময় নদীতে নামে এক পর্যায় সে নদীর পানিতে ডুবে যায়। ৯৯৯ নম্বরের মাধ্যমে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে।
রুহিয়া থানার উপপরিদর্শক মোঃ জোবাইদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের শরিরে কোন আঘাতের চিহ্ন নেই তবে ধারণা করা হচ্ছে মৃত লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ক্রাইম সিন এর একটি টীম এসে লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।