বুধবার , ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার তালার খলিষখালিতে পুলিশ পরিচয়ে ২ কোটি টাকা  ডাকাতি 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা তালার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিন এর খামার বাড়িতে ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তার মা-বাবাকে জিম্মি করে দুই কোটি টাকা নিয়ে যাওয়ার  অভিযোগ পাওয়া গেছে।এসময় বাঁজি ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে  ওই ডাকাতদল  নির্বিঘ্নে পালিয়ে যায় ।
 ওই রাতেই খবর পেয়ে খলিশখালী পুলিশ ক্যাম্পের এস আই ও পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এদিকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটাও তালা সার্কেল মোহাম্মদ নুরুল্লাহ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক। কারণ দুই কোটি টাকা নিয়ে গেলেও ওই ডাকাত দল রুহুল আমিন এর বাবা-মাকে মারধর করল না কোন?  অস্ত্রও দেখালো না তাহলে কিভাবে ২ কোটি টাকা নিয়ে গেল। শুধু তাই নয় এমনও প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে আসলে কি ঘটনাটি  কোন নাটক? এদিকে ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের মা আফরোজা বেগম জানা,ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম ওই রাতে ৪/৫ জনের একটি দল আমাদের ডাকে বলে আমরা থানার লোক দরজা খোলেন । তাদের কথার মত আমি দরজা খুললে তারা বলেন তোমাদের বাড়িতে আওয়ামী লীগের লোক আছে এই কথা বলে ঘরে কাউকে না পেয়ে পরবর্তীতে বলল তোমার ঘরে অস্ত্র আছে। সেটাও না পেয়ে আমাকে ধমক দিল কথা না বলতে নিষেধ করল এবং বলল তোমার ঘরে টাকা আছে বস্তা কোথায়। তারা খুঁজে ঘরের মধ্যে রাখা প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে নেয় এবং ঘরের বাইরে জ্বালানি ঘরের মধ্যে মেটের মধ্যে রাখা ২ কোটি টাকা নিয়ে যায়। এদিকে পোল্ট্রি ফিডের মালিক রুহুল আমিন জানান, আমি তো  অন্য বাড়িতে ছিলাম খবর পেয়ে আমরা গেলাম জানতে পারি এই ঘটনা। এদিকে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে আমাদের কাছে। তবে পুলিশের ধারণা ওই ডাকাত দল যদি দুই কোটি টাকা নিয়ে যাবে তাহলে কাউকে মারধর করল না কোন কিছু ভাঙচুর করল না কোন অস্ত্র দেখালো না শুধুমাত্র একটি বাজি ফুটিয়ে তারা চলে গেল মনে হয় বিষয়টি রহস্যজনক। তবে সাধারণ জনগণের প্রশ্ন এটা কি সাজানো নাটক  না অন্য কিছু । তবে এ ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি মাননীয় জেলা পুলিশ সুপারের খতিয়ে দেখে আসল রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন এলাকাবাসী ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।