পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাকিবুজ্জমান রোজ এর বিরুদ্ধে। এঘটনায় আব্দুল আজিজ বাদী হয়ে পাবনা বিজ্ঞ সিনিয়র জুডি: ম্যাজি: আমলী ৪ নং আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে মতে, গত ১৯/৭/২০২৪ ইং তারিখে চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সোবাহান মাস্টার এর ছেলে রাকিবুজ্জামান (রোজ) মুলগ্রাম মৌজায় আর এস খতিয়ান ১৯০, দাগ নং ১০০, জমি.৫২ শং কাত.০৭ শতক নালিশী সম্পত্তি বিক্রির ঘোষণা দেন।
তার ঘোষণা মোতাবেক একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ উক্ত জমি ক্রয়ের সম্মতি হয়ে ৫ লাখ টাকা প্রথমে বয়না করেন। এবং বাকী ২ লাখ টাকা পরিশোধ হয়ার পরে জমি রেজিস্ট্রারের সিদ্ধান্ত হয়। পর বর্তীতের গত ১৫ /০৮/২০২৪ ইং তারিখে বাকি ২ লাখ টাকা গ্রহণ করেন এবং গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে উক্ত জমি রেজিস্ট্রী করে দেয়ার আশ্বাস দেন রাকিবুজ্জামান রোজ।
পরে গত ২৫/০৮/২০২৪ তারিখে আব্দুল আজিজ স্বাক্ষীদের সাথে নিয়ে জমি রেজিস্ট্রীর জন্য জমির বিক্রয় দাতা রাকিবুজ্জামান রোজের বাড়ীতে ও অফিসে গেলে তাৎক্ষণিক টাকা গ্রহণের বিষয় এককালীন অস্বীকার করেন এবং জমি রেজিস্ট্রার না করে দিয়ে বিভিন্ন ভাবে তাল-বহানা শুরু করেন। এবং প্রাণ নাশের হুমকি ধামকি দিচ্ছেন।
প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ক্রেতা আব্দুল আজিজ বলেন, আমাকে জমি রেজিস্ট্রার না করে দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি রাকিবুজ্জামান রোজ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করছি।