টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, তিলোত্তমা সখীপুর–বাসাইল গড়ার স্বপ্নদ্রষ্টা ও জনবান্ধব নেতা, সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী নাজমুল হাসান।
এ উপলক্ষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও এলাকার উন্নয়নে অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নাজমুল হাসান বলেন, অধ্যাপক শওকত মোমেন শাহজাহান বাসাইল–সখীপুর অঞ্চলের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।