বুধবার , ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৭ হিজরি

৩৫ বছরের শিক্ষকতা জীবন, স্মৃতিতে অমলিন, অশ্রুসজল বিদায়ে বিদায় নিলেন শিক্ষক শ্রীদাম চন্দ্র দাস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে শিক্ষাদানের পর অবসরজনিত বিদায়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি), শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীদাম চন্দ্র দাস কেবল একজন শিক্ষক নন তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পথপ্রদর্শক ও বিদ্যালয়ের অগ্রযাত্রার মূল প্রেরণা। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছে।
শ্রীদাম চন্দ্র দাস ১৯৯০ সালে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকেন। ১৯৯৮ সালে তিনি গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন এবং ২০০৪ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ ৩৫ বছর ৮ মাস ৫ দিন শিক্ষকতা শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) তিনি সরকারি দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর দক্ষ নেতৃত্বে ২০০৯ সালে গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে ফলাফলের ভিত্তিতে ১৯তম স্থান অর্জন করে এবং সে বছর বিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়—যা আজও এলাকাবাসীর জন্য গর্বের স্মারক। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তিনি মালয়েশিয়ায় শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক এবং  উপজেলা  পর্যায়ে জেলা শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। স্কাউটিং সম্প্রসারণে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি স্কাউটিংয়ে উডব্যাজ অর্জন করেন এবং কাব স্কাউট আন্দোলন বিস্তারে জাতীয়, জেলা, উপজেলা ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করেন।
শিক্ষাজীবনে শ্রীদাম চন্দ্র দাস ১৯৮৩ সালে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৫ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরর্বতীতে  বিএসসি ডিগ্রি অর্জন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। বিদায়ী বক্তব্যে শ্রীদাম চন্দ্র দাস সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা হতে আগত প্রাথমিক শিক্ষা কর্মকতাগন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।