ইয়ামিন মিয়া,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে ১৪জনের দেহে করোনা ভা্ইরাস শনাক্ত হয়েছে।শনিবার(২২আগস্ট) রাতেই ওই ব্যক্তিদের দেহে করোনা পজেটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ৫, মাদারগঞ্জে২, বকশিগঞ্জে ১, সরিষাবাড়ীতে ও ৬জন ।
জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৫৭জন।এখন পর্যন্ত ৩৪ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, এক বেসরকারি চিকিৎসক, ৯৩জন সরকারী স্বাস্থ্যকর্মী এবং ১৩জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২০জন।এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়প্রত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১১ জন।উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে ২৮জনকে ।
এছাড়াও জেলায় মোট আক্রান্তের সংখ্যা জামালপুর সদরে ৫৯৫, মেলান্দহে ১০৫, মাদারগঞ্জে ৭৪, ইসলামপুরে ১৭৩ সরিষাবাড়ীতে ১৪৩, দেওয়ানগঞ্জে ৪৯ ও বকশিগঞ্জে ১১৮ জন ।