বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ রোববার ১৮ জানুয়ারি বাদ মাগরিব গোরুড়ী বাজার বিএনপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল হয়।
এরপর মিছিলটি গোরুড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,
দেবোত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেনের মজনু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য লিটন হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন ২ নং ওযার্ড বিএনপির সভাপতি মামুন শেখ।
এ সময় বিক্ষোভকারীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।
এসময় বক্তারা বলেন, একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না।
এটি শুধু একটি পরিবারের নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন সাংগঠনিকভাবে ব্যবস্থা যদি না নেন এবং প্রকাশ্যে যদি সে ক্ষমা না চায় তাহলে আজ থেকে আটঘরিয়াতে আমির হামজাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
তার এই বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা এই কুরুচিপূর্ণ, আপত্তিকর ও সম্মানহানিকর বলে দাবি করেছেন।