শনিবার , ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

হতাশ না হয়ে সবাইকে ধৈর্য্য ধরতে বললেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ বলেছেন- “মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার। তবে ভালো কিছু পাবার জন্য কর্মকর্তা-কর্মচারীদের হতাশ না হয়ে সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ।

তিনি বলেন- “দশ-বারো বছর পর এটা বাস্তবায়নে কমিশন করা হয়েছে। অনেক ক্যালকুলেশন, রিভিশন করতে হচ্ছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। কাজ শেষে তারা প্রস্তাবনা জমা দেবেন। তারপর বাস্তবায়ন। অনেক কিছুই ভাবতে হচ্ছে। তবে বড় বিষয় অর্থের যোগান।”

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবারে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন।

ষ্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সালেহ উদ্দিন বলেন, এ স্টেডিয়াম খেলাধুলাসহ এলাকার সংস্কৃতি, কৃষ্টি, কালচার বিকাশ ঘটাতে সহায়তা করবে।

গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “গণভোট সংস্কারের পক্ষে। জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট।”

এসময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।