শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
​রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী নগরীর ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পৃথক চারটি স্থানে এই সভার আয়োজন করা হয়।
​বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন নগরীর ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটাপাড়ার কামাল খাঁর মোড় ও ডিঙ্গাডোবা এবং ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও হোসনিগঞ্জ এলাকায় পর্যায়ক্রমে এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
​আলোচনা সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার কুফল, আইনি প্রতিকার এবং পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সেশনগুলো পরিচালনা করেন ব্লাস্টের প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস।
​স্থানীয় নারী ও পুরুষদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকগুলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।