পাবনার চাটমোহরে কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরিপুরের এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, হরিপুর ইউনিয়নের আফজাল পাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে আশরাফুল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয়দের সহায়তায় শিয়াল শিকার করে। পরে সেই শিয়ালের মাংশ হরিপুর বাজারে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি বেগতিক বুঝতে পেরে আশরাফুল কৌশলে শিয়ালের মাংস ধুলাউড়ি আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে পুঁতে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে আশরাফুল পালিয়ে যায়।
এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার হোসেন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
অপরদিকে শিয়ালের মাংস বিক্রির ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় বিএনপি নেতাসহ বিভিন্নস্তরের ব্যক্তিকে ম্যানেজ(!) করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এদিকে এলাকার একাধিক ব্যক্তি জানান, ইতোপূর্বে আশরাফুল পাবনা সদরে বিভিন্ন হোটেলে শূকরের মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। এলাকাতেও শিয়ালের মাংস ও মরা ছাগলের মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে এলাকাবাসীর হাতে।