বনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল পনির তৈরির দায়ে একটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেড়ামারা গ্রামের মৃত ইকরাম হোসেনের ছেলে মো. রকিব হোসেন (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মো. রকিব হোসেন ঢাকার একটি অভিজাত কোম্পানির নাম ও লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে নকল পনির উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি শনাক্ত করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত লাইসেন্সধারীকে পাওয়া যায়নি।
এ সময় লাইসেন্সের বৈধতা ও ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কারখানার মালিক কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি এবং লাইসেন্সটি কীভাবে সংগ্রহ করেছেন সে সম্পর্কেও তিনি কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, নকল ও ভেজাল পণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।