সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অষ্ট্রিয়া শাখার ২ দিন ব্যাপী শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ আগস্ট, ২০২০

রফিকুল ইসলাম সজীব ,স্টাফ রিপোর্টার:

শোকবাহ আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অষ্ট্রিয়ার পক্ষ থেকে দুই দিনব্যাপী জাতীয় শোক দিবস পালন করা হয়। শুক্রবার মসজিদুল নূর -এ- মদিনাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে জুমার নামাজ শেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া শাখা। দোয়া মাহফিল শেষে তবারকের বিতরণ করে সংগঠনটি। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া শাখার সভাপতি জনাব রবিন মোহাম্মাদ আলী সহ ভিয়েনা অস্ট্রিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। । বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অষ্ট্রিয়া শাখার ২ দিন ব্যাপী শোকবাহ আগস্ট পালনে ২য় দিনের কর্সূমচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর শোকবাহ আগস্ট মাস পালন করে সংগঠনটি ।

 

শোকবাহ আগস্ট উপলক্ষে শনিবার বিকেলে রাজধানী ভিয়েনার, Restaurant: Colala, Engerthstrasse 159. 1020 Vienna, সেন্টারে বিকাল ৬টায় অনুষ্ঠিত হয় শোকবাহ আগস্ট মাসের অনুষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া শাখার সভাপতি জনাব রবিন মোহাম্মাদ আলী। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোঃ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে উপস্থিত সবাই। উক্ত শোক সভায় বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়ার সভাপতি জনাব রবিন মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সাধারন সন্পাদক বিকাশ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মিস্টার এন্ড গ্রাফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া ইন্টারন্যশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস এফা জামান , প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী কনস্যুযলার অফিসার জুবায়েদুল হক চৌধুরী ও বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া শাখার সহ সভাপতি মানিক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদিকা নুসরাত সুলতানা মিষ্টি, বঙ্গবন্ধু রিসাচ সেন্টার অষ্ট্রিয়ার সাধারন সম্পাদক মোঃ রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ ঘোষ, সাধারন সম্পাদক বিকাশ ঘোষ।

বঙ্গবন্ধুর বণার্ঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের উপর আলোচনা করে ও জাতির জনকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করে সভায় রবিন মোহাম্মাদ আলী বলেন, ‘স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তার আদর্শ সদা জীবন্ত। যা বাঙ্গালীদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে। জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ শুনে রাষ্ট্রের দায়িত্ব পালন না করে তিনি বলেছিলেন কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি দায়িত্ব পালন করবেন। জেনারেল জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড প্রমাণ করে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জরিত। হত্যাকারিরা এখনো কাজ করে যাচ্ছে। আমাদের বিপদ এখনো শেষ হয় নাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এসময় কাউন্সিলর মিস্টার এন্ড গ্রাফ, বলেন এরকম হত্যাকাণ্ড আমি কখনো শুনিনি এবং দেখিনি। মিসেস এফা জামান বলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং স্মৃতিচারন করতে হবে অষ্ট্রিয়াতে। দূতাবাসের সহকারী কনস্যুযলার অফিসার জুবায়েদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন এই রকম শোকের মাস যেন আর না আসে আগস্ট মাস খুব মর্মাহত মাস। এই মাসে যাদের হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি, আপনারা খেয়াল রাখবেন এরকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের অনেক নেতাবৃন্দ । জতির পিতা সহ অন্যান্য শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠান শেষে খুব সন্মানের সাথে আপ্যায়নের ব্যবস্থা করে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া শাখা। বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়ার সভাপতি জনাব রবিন মোহাম্মাদ আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। তথ্যসূত্র : নুসরাত সুলতানা মিস্টি, সাংস্কৃতিক সম্পাদিকা,বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া শাখা

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।