বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রিজিয়া হাসপাতালে একজন ডাক্তার, চার দায়িত্ব, নীরব প্রশাসন, আতঙ্কে রোগীরা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বেসরকারি রিজিয়া মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে উঠেছে গুরুতর ও উদ্বেগজনক অভিযোগ। স্থানীয়দের দাবি, হাসপাতালটির মালিক নিজেই নিয়মিতভাবে সিজারিয়ানসহ বিভিন্ন রোগীর অপারেশন পরিচালনা করছেন, যদিও তিনি একজন এমবিবিএস (অ্যানেস্থেশিয়া) চিকিৎসক। অভিযোগ অনুযায়ী, একই ব্যক্তি রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা নির্ধারণ, অ্যানেস্থেশিয়া প্রদান এবং অস্ত্রোপচার, সবকিছুই একাই সম্পন্ন করছেন। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একজন অ্যানেস্থেশিয়া চিকিৎসক কীভাবে সার্জনের দায়িত্ব পালন করছেন এবং এতে রোগীর নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিত হচ্ছে?

স্থানীয় সূত্র জানায়, ডা. আয়ুব আলী নামের ওই চিকিৎসক এর আগেও একাধিকবার বিভিন্ন অভিযোগে আলোচনায় এসেছেন। ভুল অপারেশনের কারণে রোগীর মৃত্যুর অভিযোগ, আবার অপারেশনের পর সেলাইয়ে মারাত্মক সংক্রমণের মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগীদের স্বজনরা। তাদের ভাষ্য, এসব ঘটনা প্রায় নিয়মিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে অনেক সময় কোনো অভিজ্ঞ সার্জন, পৃথক অ্যানেস্থেশিয়া চিকিৎসক কিংবা পর্যাপ্ত নার্সিং স্টাফও থাকে না। ফলে জটিল অপারেশন চলাকালে জরুরি পরিস্থিতি তৈরি হলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, অপারেশনের সময় যদি একই ডাক্তার অ্যানেস্থেশিয়া দেন আবার অস্ত্রোপচারও করেন, তাহলে রোগীর দিকে নজর রাখবে কে? এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন,

একজন এমবিবিএস চিকিৎসক যদি অ্যানেস্থেশিয়ার পাশাপাশি সিজারিয়ান অপারেশনের ওপর অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত হন, তাহলে তিনি অপারেশন করতে পারেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই একজন পৃথক অ্যানেস্থেশিয়া চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, রিজিয়া মেমোরিয়াল হসপিটালে আদৌ এসব নিয়ম মানা হচ্ছে কি না? সিভিল সার্জনের নজরদারি কোথায়?

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত তদারকির আওতায় থাকার কথা থাকলেও সংশ্লিষ্ট হাসপাতালটির কার্যক্রম নিয়ে দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, হাসপাতালটির লাইসেন্স, জনবল ও অপারেশন সংক্রান্ত অনুমোদন যাচাই, অভিযুক্ত চিকিৎসকের প্রশিক্ষণ ও দায়িত্বের সীমা নির্ধারণ, রোগীর মৃত্যুর অভিযোগের নিরপেক্ষ তদন্ত, এসব বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া রিজিয়া মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ আয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।