বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি মোজাম্মেল হকের স্মরণসভার পর ভাতিজার মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য শিক্ষানুরাগী মোজাম্মেল হকের স্মরণে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের পর মারা গেলেন তাঁর জৈষ্ঠ ভাতিজা মো. মঞ্জুর রহমান। তাঁর মৃত্যুতে প্রয়াত এমপির জৈষ্ঠ্য পুত্র ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীসহ বিভিন্ন স্তুরের মানুষ গভীর শোক জানিয়েছেন।

জানা যায়, সোমবার (১২ জানুয়ারী) গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়াত এমপি মোজাম্মেল হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজে ওই অনুষ্ঠানে মঞ্জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিষ্টার রঞ্জু। স্মরণসভায় স্মৃতিচারণ, দোয়া ও আবেগঘন বক্তব্যে অংশ নেন মঞ্জুর রহমান। এসময় তাঁর কথাবার্তায় ছিল গভীর আবেগ ও অতীত স্মৃতির ভার। তবে কেউই বুঝে উঠতে পারেননি, সেটিই হতে যাচ্ছে তাঁর জীবনের শেষ উপস্থিতি। দিবসটির সকল কর্মসূচি পালন শেষে রাত সাড়ে ১২টায় মঞ্জুর রহমান আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় উপজেলার পাঁচশিসা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, “গুরুদাসপুর-বড়াইগ্রামে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত এমপি মোজাম্মেল হক ২০২৩ সালের ১২ জানুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক। তিনি ২০০১ সালে নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক সহকর্মী হিসেবে মঞ্জুর রহমান ছিলেন বিএনপির জন্য নিবেদিত প্রাণ।”

ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেন, “প্রিয় চাচা মঞ্জুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন-আমিন।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।